chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুই মামলায় জামিন পেলেন শামীম-বক্করসহ নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: পুলিশের ওপর হামলার ঘটনার দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ দলটির দশ নেতাকর্মী স্থায়ী জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে জামিনের আদেশ দিয়েছেন।

গত ২৯ মার্চ দলটির নাসিমন কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে হামলার ঘটনা ঘটে। এরপর নগরের কোতোয়ালী থানায় দুটি মামলা দায়ের হয়। মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। আসামিরা আদালতে হাজিয়ে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন।

স্থায়ী জামিন পাওয়া অন্যরা হলেন নগর বিএনপির যুগ্মআহবায়ক এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, সদস্য আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান প্রমুখ।
আদালতে আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া, অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আহমেদ কামরুল ইসলাম সাজ্জাদ, অ্যাডভোকেট নেজাম উদ্দীন খান, অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ, অ্যাডভোকেট এরফানুর রহমান।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর