দক্ষিণী অভিনেতা পুনীত রাজকুমারের মৃত্যু
বিনোদন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমার। শুক্রবার (২৯ অক্টোবর) বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা গেছে, শহরের জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন এই সুপারস্টার।
বেঙ্গালুরুর বিক্রম হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, পুনীত রাজকুমারকে যখন আনা হয়েছে, তখন তিনি অচেতন ছিলেন। তার উন্নত কার্ডিয়াক রিসাসিটেশন শুরু করা হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এর আগে, বিকালে পুনীতের পরিবার সূত্রে জানা যায়, অভিনেতার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার কমল পন্থ এবং আরও অনেকে হাসপাতাল পরিদর্শন করেছেন।
এমআই/চখ