chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাকলিয়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নগরীর বাকলিয়া থানায় পুলিশ অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে। এসময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার মো. হেলাল উদ্দিন (২০) কক্সবাজারের রামু থানার খুনিয়াপালং ইউনিয়নের মো. নুরুল হকের ছেলে।

পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ মো. হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা পিকআইটিও জব্দ করা হয়। এই ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর