chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সৌদিতে পাহাড় থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

ডেস্ক নিউজ: সৌদি আরবে গাড়ি নিয়ে পাহাড় থেকে পড়ে আব্দুল আহাদ মিয়া (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আব্দুল আহাদ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শালটিয়া ইউনিয়নের কালাদহ গ্রামের জালেশ্বর মতি মার্কেট এলাকার আলম মিয়ার ছেলে বলে জানা গেছে।

তিনি সৌদি আরবে সিধার কোম্পানিতে গাড়িচালক হিসেবে কাজ করতেন। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার শালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ঢালী এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২৪ অক্টোবর) সৌদি আরবের আবাহ শহরের পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রায় তিন বছর আগে ওই যুবক সৌদি আরবে শ্রমিক ভিসায় আবাহ শহরে যান। সেখানে সিধার নামক একটি কোম্পানির গাড়িচালক ছিলেন তিনি।

রোববার সকালে তিনি আবাহ শহরের পাহাড়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ওপর থেকে নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শালটিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস‍্য আব্দুল হাদি জানান, দরিদ্র পরিবারের একমাত্র পুত্র সন্তান আব্দুল আহাদ মিয়া। তার পিতা একজন দোকানদার। অনেক স্বপ্ন নিয়ে তিনি প্রবাসে গিয়েছিলেন। স্বপ্নগুলো পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে চলে যেতে হলো তাকে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর