chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অধ্যাপক সিরাজুল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ডেস্ক নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে নালিশি মামলার আবেদন করা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন- লেখক নেছার আহমেদ ও সাহিত্যিক রাশেদ রউফ। নাজিম উদ্দীন সুজন নামের এক ব্যক্তি বাদী হয়ে এই মামলার আবেদন করেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে মামলাটির আবেদন করা হয়। আদালত মামলাটির বিষয়ে আদেশ প্রদানের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, চট্টগ্রাম একাডেমি থেকে প্রকাশিত ‘জাতির পিতা’ নামে একটি বইতে অধ্যাপক সিরাজুল ইসলাম বঙ্গবন্ধুকে কটূক্তি করেছেন। বইটির একাধিক স্থানে বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বাক্য ও শব্দ ব্যবহার করা হয়েছে। তাই আদালতে মামলাটি দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শাহিদা নুর বলেন, বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলাটির অভিযোগ শুনে আদালত আদেশ প্রদানের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর