chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে এবার ১ হাজার ৯৬৪ টি পূজামণ্ডপে দূর্গাপূজার আয়োজন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ১৫টি উপজেলায় এবার ১ হাজার ৫৫৩ টি সার্বজনীন ও ৪১১ টিতে পারিবারিকসহ সর্বমোট ১ হাজার ৯৬৪ টি পূজামণ্ডপে একযোগে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

রোববার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে শ্যামল কুমার পালিত লিখিত বক্তব্য পড়ে শোনানোর পাশাপাশি বেশ কিছু দাবি ঊত্থাপন এবং মন্দিরে আসা দর্শনার্থীদের দিক নির্দেশনা তুলে ধরেন।

তিনি বলেন, গত ৬ অক্টোবর ভারতীয় হাইকমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী শ্রী শ্রী চন্ডীতীর্থ মেধস আশ্রমে মহালয়া উদযাপনের মাধ্যমে উপজেলায় দূর্গাপূজার উদ্বোধন করেন। আগামী ১১ অক্টোবর (সোমবার) দেবীর আগমনের মাধ্যমে হিন্দু জনগোষ্ঠীর ধর্মীয় উৎসব দূর্গাপূজা শুরু হয়ে ১৫ অক্টোবর বিসর্জনের মাধ্যমে শেষ হবে।

পঞ্জিকা মতে, এবার দেবীর আগমন ঘোটকে, ফলছত্রভঙ্গবসুমতি ও গম দোলায়। ফল রোগ বালাই থেকে মুক্তি। ইতিমধ্যে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন উপলক্ষে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করে সহায়তা চাওয়া হয়েছে।

পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের উদ্দেশ্যে শ্যামল কুমার পালিত বলেন, পূজামণ্ডপ নির্বিঘ্নে রাখার লক্ষ্য নিয়ে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম, মাইক সাইন্ড, ডিজে , আতস বাজি ফোটানোস সবাইকে মাস্ক পরে মন্দিরে আসতে হবে।

এছাড়া প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে প্রতিমা বিসর্জন পরিহারের আহ্বান জানাচ্ছি। বির্সজনের দিন শুক্রবার হওয়ায় জুমার নামাজের পর সূর্যালোক থাকা অবস্থায় প্রতিমার বিসর্জন সম্পন্ন করতে হবে।

সংবা্দ সম্মলনে নেতারা দূর্গাপূজা উপলক্ষে চার দিন সরকারি ছুটি, দেশর সকল উপজেলায় মডেল মন্দির, শ্রী শ্রী চন্ডীতীর্থ মেধস আশ্রম সংস্কার ও উন্নয়ন, হিন্দু কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডশনে রুপান্তর, অপির্ত সম্পত্তি প্রত্যপর্ণ আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।

সংবাদ সম্মলনে বাংলাদেশ পূজা উদযপান পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অসীম কুমার দেবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর