chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাঁচ দফা দাবিতে চবি কর্মকর্তা-কর্মচারীদের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: প্রশাসক পদে শিক্ষকদের প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি আদায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে দিয়েছে কর্মকর্তা-কর্মচারী যৌথ সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেন নেতারা। আগামী ১০ অক্টোবরের মধ্যে দাবি আদায়ের সময় বেঁধে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী যৌথ সংগ্রাম পরিষদের যুগ্মআহ্বায়ক ও অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দাবির মধ্যে রয়েছে, প্রশাসক পদে বাতিল ছাড়াও শিক্ষকদের সকল পদ থেকে শিক্ষকদের প্রত্যাহার, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি নির্বাচনী বোর্ড সভা বাস্তবায়ন, কর্মকর্তাদের ডিউ ডেইট সুবিধা পূর্বের ন্যায় বহাল রাখা, তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির নীতিমালা সংশোধন-সংযোজন করে সময়োপযোগী করা, ওয়ারিশ সূত্রে চাকরি নিশ্চিতকরণ (বিশেষত যারা চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণ করেন)।

২০০২ সালের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৯১তম সভায় ৯(১) এ সিদ্ধান্ত বাস্তবায়নের কথা বলা হয়েছে।

এ বিষয়ে বক্তব্যের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসানকে ফোন করেও পাওয়া যায়নি।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর