chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হোটেল পেনিনসুলায় লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : নগরীর জিইসি এলাকার ‘হোটেল পেনিনসুলা’য় লাগা আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ৯টি গাড়ি।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে তারকা মানের হোটেলটির বেজমেন্টে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শামীম আহাসান চৌধুরী জানান, হোটেলের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ৯টি গাড়ি কাজ করেছে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
পেনিনসুলা হোটেলের অপারেশন ম্যানেজার আনোয়ার পাশা বলেন, আমাদের কর্মীরাও ফায়ার সার্ভিসের সঙ্গে ধোঁয়া বের করার জন্য কাজ করেছে। হোটেলের বেজমেন্টে আগুন লেগেছে। বেজমেন্টে আমাদের কোল্ড স্টোরেজ আছে। ধোঁয়ার কারণে বুঝতেছিনা আগুন কোথায় লেগেছে। ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর