chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হঠাৎ যুক্তরাষ্ট্রে চলে গেলেন মিশা সওদাগর

ডেস্ক নিউজ: হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে চলে গেলেন মিশা সওদাগর। গত ৭ সেপ্টেম্বর ভালোভাবেই সেখানে পৌঁছেছেন বলে জানালেন তিনি।

সংসারেও সময় দেয়া উচিত। সবাইকে খুব মিস করছিলাম৷ তাই একটু ফাঁকা সময় পেয়ে ছুটে এলাম। খুব ভালো লাগছে।’

কবে ফিরবেন? জবাবে এ অভিনেতা জানান, ‘এবার অনেকদিন থাকার প্ল্যান আছে৷ এ মুহূর্তে দেশে ফেরার তেমন তাড়া নেই৷ হাতের কাজ শেষ করে এসেছি৷ আর কিছু কাজ আছে যেগুলো শুরু হতে সময় লাগবে৷

আশা করা যায় আগামী মাসে ফিরবো। মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’, সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির কাজ করবো৷ আরও কিছু কাজ যোগ হতে পারে।’

আমেরিকায় গিয়ে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তিনি।

নব্বই দশকে ক্যারিয়ার শুরু করেছিলেন নায়ক হিসেবে৷ তবে জনপ্রিয়তা তার খল চরিত্রেই৷ ঢালিউডে তার পর আর উল্লেখ করার মতো খল অভিনেতা আসেনি।

অভিনেতার তথ্যমতে প্রায় ৯ শতাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন৷ যা সত্যিই অভাবনীয়৷

একটা সময় শাকিব খানের সাথে ভিলেন হিসেবে মিশার জুটির ছিলো আকাশ ছোঁয়া জনপ্রিয়তা।

 

এই বিভাগের আরও খবর