chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিনা পয়সায় পরীমনির পক্ষে লড়বেন একদল আইনজীবী

ডেস্ক নিউজ: ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে মুক্ত করতে উচ্চ আদালতে বিনা পয়সায় আইনি লড়াইয়ের লড়বেন সুপ্রিম কোর্টের একদল আইনজীবী। ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না।

রোববার (২২ আগস্ট) রাতে নিজ ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন জেড আই খান পান্না। যেখানে তিনি লিখেন, ‘পরীমণির মামলা বিনা পারিশ্রমিকে করার সিদ্ধান্ত নিয়েছি। যারা সঙ্গে থাকতে চান থাকবেন।’

পরে তিনি গণমাধ্যমকে বলেন, পরীমনির পক্ষে বিনা পয়সায় আইনি লড়াই করবো। আমার সঙ্গে একদল আইনজীবী থাকবেন।

আইনজীবী দলে রয়েছেন- অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, মাহরিন মাসুদ ভূইয়া, আয়েশা আক্তার, রোহানী সিদ্দিকা, রোহানী ফারুক খান, দেবাজিৎ দেবনাথ, মশিউর রহমান রিয়াদ, মানিবেন্দ্র রায় মন্ডল, নাজমুস সাকিব, ইয়াসমিন ইতি প্রমুখ আইনজীবী।

এর আগে বরগুনার রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নির পক্ষে আইনি লড়াই করে জামিনে মুক্ত করেছিলেন আইনজীবী পান্না। পরে ওই মামলায় মিন্নিকে মৃত্যুদণ্ড দেয় বরগুনার আদালত।

এই বিভাগের আরও খবর