chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির বাতিঘর: চবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির বাতিঘর বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

রোববার (১৫ আগস্ট) জাতির পিতার ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।

উপাচার্য আরো বলেন, কালজয়ী মহাপুরুষকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে হায়েনার দল বাঙালি জাতির অগ্রযাত্রাকে রুখে দেবার জন্য ঘৃণ্য অপচেষ্টায় মেতে উঠেছিল। কিন্তু তারা সফল হতে পারেনি। হায়েনার দল ইতহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো অপশক্তি এ অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না।

এসময়  উপ-উপচার্য প্রফেসর বেনু কুমার দে, এ এফ রহমান হলের প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী উপস্থিত ছিলেন।

আরকে/ এনএনআর

এই বিভাগের আরও খবর