chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা ভাইরাসঃ আক্রান্তে সবার উপরে যুক্তরাষ্ট্র

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় ইতালি ও চীনকেও ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৮ শত ৪০ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত আাপডেট থেকে এ তথ্য জানা যায়।

আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থান চীনের। সবশেষ তথ্য অনুযায়ী, চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৮২ জন। এছাড়া ইতালিতে ৮০ হাজার ৫৮৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

পুরো বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৩২ হাজার ২৫৩ জন। সুস্থ হয়েছেন ১ লক্ষ ২২ হাজার ৬ শত ৭২ জন। সবচেয়ে বেশি সুস্থ হয়েছেন চীনের হুবেই প্রদেশ থেকে, ৬১ হাজার ২০১ জন।

এ পর্যন্ত পুরো বিশ্বে করোনা ভাইরাসে মারা গেছেন ২৪ হাজার ৭৫ জন। শুধু ইতালিতেই মৃতের সংখ্যা ৮ হাজার ২১৫ জন। স্পেন ও চীনে যথাক্রমে ৪ হাজার ৩ শত ৬৫ ও ৩ হাজার ১ শত ৬৯ জন মারা গেছেন।

এই বিভাগের আরও খবর