chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা সংংক্রমণ মোকাবেলায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যামান আদালত।

আজ মঙ্গলবার (২৯ জুন) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করে মোটরযান অধ্যাদেশ আইনে ৭টি মামলায় ১৪ শ টাকা জরিমানা করা হয়।

তাছাড়া লকডাউনের প্রয়োজনীয়তা ও করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার এবং তার খারাপ দিকগুলো তুলে ধরে সচেতনতা মূলক প্রচারণা চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

এসময় তিনি সাধারণ পথচারী ও সিএনজি চালকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

নাজমুন নাহার বলেন, করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, গত ৯ দিনে বোয়ালখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ জন।

বোয়ালখালী উপজেলায় গত বছরের ১৪ এপ্রিল ১ম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় ২৯ জুন মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৩০জন। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর