chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ষাটদশকের ছাত্রনেতা গোলাম রব্বানীর মৃত্যুতে মেয়রের শোক

ডেস্ক নিউজ: অভিভক্ত চট্টগ্রাম জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ষাটদশক ছাত্রলীগ পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশক করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

ষাটদশক ছাত্রলীগ পরিষদের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এক বিবৃতিতে বলেন, গোলাম রব্বানী বঙ্গবন্ধু’র আর্দশে একজন সাহসী সৈনিক ছিলেন।

বাঙালী জাতীয়তাবাদী চেতনার বিকাশ ও মহান মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়া ৭৫-এ বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সংগঠিত করার ব্যাপারে তাঁর অবদান স্মরণযোগ্য।

তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ রাজনীতিবিদকে হারিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ করার মত নয়। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর