chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে রাখা কনটেইনারে আগুন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেইট সংলগ্ন ৮ নম্বর ইয়ার্ডে রাখা একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মে) সকালে এ ঘটনা ঘটে।

নন ডেঞ্জারাস কার্গো ঘোষিত অক্সিজেন সাপ্লিমেন্ট ফিশ পন্ডস ওডিয়াম কার্বোনেট ট্যাবলেটস পণ্যবাহী কনটেইনার অতিরিক্ত তাপের কারণে কনটেইনার স্লটে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এরপর চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সকাল ৯টায় নিমতলা মোড় থেকে ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগদান করে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর চট্টগ্রাম বন্দর ট্রাফিক বিভাগের সদস্যরা স্লট থেকে কনটেইনারগুলো সরিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কনটেইনারটি নিরাপদে ৪ নম্বর গেইট সংলগ্ন খালি একটি ইয়ার্ডে নিয়ে আসে।

কনটেইনারটি গত ৯ মে চায়না হতে কেপ ওরিয়েন্ট জাহাজে চট্টগ্রাম বন্দরের নিয়ে আসা হয়। কনটেইনারটি আমদানিকারক নন অ্যানিম্যাল হেলথ্ প্রোডাক্ট লিমিটেড এবং সিএন্ডএফ এজেন্ট বাদাল্যান্ড কোম্পানি।

বন্দর কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার কারণ, ক্ষতির পরিমাণ নিরূপণে বন্দর কর্মকর্তারা কাজ করছেন।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর