chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে করোনায় আরো ৪১২০ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ: ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৬২ হাজার ৭২৭। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

বৃহস্পতিবার (১৩ মে) এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে থাকায় কিছুটা হলেও আশার আলো দেখেছিলো ভারত।

কিন্তু দু’দিন পরেই তার চিত্র ভিন্ন। তবে বিভিন্ন রাজ্যে লকডাউন, স্বাস্থ্যবিধি পালন, নতুন গাইডলাইন জারি করার ফলেও আক্রান্তের সংখ্যা ৪ লাখের নিচে নেমেছিল বলে ধারণা করা হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ১২১ জন। মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ০৩ হাজার ৬৬৫। করোনা মুক্ত হয়েছেন ১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮২৩। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩১৭-তে। এখনও পর্যন্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৭ লাখ ১০ হাজার ৫২৫ জন।

এরই মধ্যে মোট ভ্যাকসিন পেয়েছেন ১৭ কোটি ৭২ লাখ ১৪ হাজার ২৫৬ জন মানুষ

এই বিভাগের আরও খবর