chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হোম কোয়ারেন্টাইন মানছে না প্রবাসীরা

আজ ( ১৮ মার্চ ) বুধবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় হতে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে করোনা ভাইরাস জনিত রোগ প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

বিদেশ ফেরত ৩০জন নাগরিক হোম কোয়ারেন্টাইন মানছেন কিনা তা পর্যবেক্ষণে অভিযান পরিচালিত হয়।

মহানগরী এলাকায় পরিচালিত অভিযানে দুইটি ভিন্ন টিমে ভাগ হয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), কাট্টলী সার্কেল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার, সহকারী কমিশনার (ভূমি),  আগ্রাবাদ সার্কেল।

করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত সংক্রামক রোগ প্রতিরোধে নির্ধারিত  ১৪ দিনের কোয়ারিন্টিন পিরিয়ডে থাকার  নির্দেশ অমান্য করায় আজ চট্টগ্রাম মহানগরী এলাকা সহ হাটহাজারী,  আনোয়ারা, রাউজান ও লোহাগাড়া উপজেলায় মোট পাঁচ জন প্রবাসীকে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নগরীর পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকার ৬নং রোডের ৬০৫ নং বাড়ির মালিক দুবাই প্রবাসী মোঃ আজিজ কে করোনা ভাইরাস (কোভিড-১৯)  প্রতিরোধে ১৪ দিনের কোয়ারেন্টাইন ভঙ্গ করে সাধারণ মানুষের সাথে মেলামেশা করার সময় ভ্রাম্যমাণ আদালতের নিকট ধরা পড়েন।  এই ধরণের চরম অসচেতন আচরণ করে সাধারণ মানুষের জীবন বিপন্ন কারী রোগ ছড়াতে পারে এমন কার্যে জড়িত থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে পরিবারের নিকট কোয়ারেন্টাইনের জন্য হস্তান্তর করা হয়।

হাটহাজারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  শারজাহ ফেরত ১১ মার্চ দেশে এসেছেন মির্জাপুর ইউনিয়নের  চারিয়া গ্রামের সিকদার পাড়ার সুরত মিয়ার ছেলে মোহাম্মদ সাজ্জাদকে মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাউজানে ওমান ফেরৎ একজন হোম কোয়ারেন্টাইন না মানায়  উপজেলা নির্বাহী অফিসার,রাউজান জোনায়েদ কবীর সোহাগ কর্তৃকদণ্ডবিধি ২৬৯ ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয় একইসাথে তার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণ করা হয়েছে ৷

আনোয়ারা উপজেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে কোয়ারেন্টাইন অমান্য করায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ কর্তৃক অর্থদণ্ড করা হয়েছে। বরুমছড়া গ্রামের মুহাম্মদ ইদ্রিস, পিতাঃ মোঃ জামাল উদ্দিন কে কোয়ারেন্টাইন থাকার আদেশ অমান্য করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মুহাম্মদ  ইদ্রিস গত ০৮ মার্চ দুবাই থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

লোহাগাড়ায় সংগনিরোধ না মানায় উত্তর কলাউজান ইউনিয়নের ওমান ফেরত আবুল হোসেন কে উপজেলা নির্বাহী অফিসার তৌসিফ আহমেদ কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়।

 

এই বিভাগের আরও খবর