chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশবাসীর প্রতি ট্রুডোর যে আশ্বাস

মরণঘাতী করোনাভাইরাস আতঙ্কে যুক্তরাষ্ট্র ব্যতীত সব দেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে কানাডা।  বন্ধ করা হয়েছে দেশটির প্রধান চার শহরের টরেন্টো, মন্ট্রিল, ভ্যাংকোভার ও ক্যালগেরির অভ্যন্তরীণ বিমান চলাচলও।

একই সঙ্গে সকল নাগরিককে বাড়িতে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। ত বে বাড়িতে অবস্থানকালে সব ধরনের নাগরিক সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

গতকাল মঙ্গলবার নিজ বাড়ির সামনে থেকে জাতীর উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ তথ্য জানান। গত সপ্তাহে স্ত্রী সোফিয়া গ্রাগোয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর নিজের বাড়িতে ‘সেলফ কোয়ারেন্টিনে’ আছেন জাস্টিন ট্রুডো।

ভাষণে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি বিগত কয়েক দিনে কোভিড-১৯ আগের তুলনায় দ্রুত ছড়াচ্ছে। কানাডাতেও একই অবস্থা। আমরা আপনাদের আশ্বস্ত করছি যে পরিস্থিতির বিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের গৃহীত পদক্ষেপও বিকশিত হবে।’

তিনি আরও বলেন, ‘ আমরা আপনাকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে ক্রমবর্ধমান পূর্বপাক্ষিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এমন অবস্থায় কানাডার সকল নাগরিকের উচিত যথাসম্ভব ঘরে অবস্থান করা।’

জাস্টিন ট্রুডো বলেন, ‘শুধুমাত্র চিকিৎসা সেবা, প্রয়োজনীয় খাবারের প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না।  তা ছাড়া জরুরি প্রয়োজনে আপনাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। করোনা আজ সারা বিশ্বে এক আতঙ্কের নাম।  আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আশা করি, শিগগিরই আমরা এই সংকট কাটিয়ে উঠবো।’

সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্স’ এর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এ প্রকাশিত তথ্য মতে, আজ বুধবার পর্যন্ত কানাডায় মোট ৫৯৮ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে আটজনের। এখন পর্যন্ত বিশ্বের ১৬৬টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।এতে প্রাণ হারিয়েছে ৭ হাজার ৯৮৮ জন, যার অধিকাংশই চীনের নাগরিক। সব মিলিয়ে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৬১২ জন।

 

 

এই বিভাগের আরও খবর