chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিসি ক্যামেরার আওতায় আসছে হালদা নদী

নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষ উপলক্ষে সিসি ক্যামেরা বসতে যাচ্ছে বঙ্গবন্ধু হেরিটেজ ঘোষিত দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর আটটি পয়েন্টে। চলতি বছরের এপ্রিল মাস থেকে শুরু হতে যাচ্ছে প্রজনন মৌসুম। এ মৌসুমে অবৈধভাবে মাছ নিধন রোধ, ইঞ্জিন চালিত নৌকা চালাচল বন্ধ, বালু উত্তোলন বন্ধ ও ডলফিন রক্ষায় হালদা নদীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আটটি উচ্চ ক্ষমতা সম্পন্ন (পিটি জেড, ৩৬০ ডিগ্রী, ২ কিলোমিটার জুম) ক্যামেরার মাধ্যমে মদুনাঘাট থেকে আমতোয়া পর্যন্ত মনিটরিং করা হচ্ছে। এসব সিসি ক্যামেরা ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্নস্থান থেকে সম্মার্টফোন এবং একাধিক ডিভাইস দ্বারা মনিটরিং করা হচ্ছে।’

এছাড়া সম্প্রতি সদরঘাট নৌ থানার আওতায় হাটহাজারী উপজেলার রাম দাশ মুন্সির হাটে স্থাপন করা হয়েছে অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্প। সিসি ক্যামেরায় অসঙ্গতি দেখা দিলেই ছুটে যাচ্ছেন নৌ-পুলিশ ক্যাম্পের আট পুলিশ সদস্য।.

গত বৃহস্পতিবার সিসি ক্যামেরায় অবৈধ জালপাতার দৃশ্য দেখে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার অবৈধ ঘের জাল জব্দ করা হয়েছে। উচ্চ আদালত হালদা নদী থেকে মাছ শিকার বন্ধের নির্দেশ দেওয়ার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এপ্রিল মাসে মা মাছগুলো ডিম দিতে যাতে কোনো ক্ষতি না হয়, স্বাভাবিকভাবে যাতে ডিম দিতে পারে সে উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর দেশের রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় ডিম সংগ্রহে গত ১৪ বছরের রেকর্ড ভাঙা হয়। গত এক দশকের বেশি সময়ের মধ্যে গেল বছর সর্বোচ্চ সংখ্যক ডিম সংগ্রহ করেছিলেন সংগ্রহকারীরা। পরিমাণ ছিল ২৫ হাজার ৫৩৬ কেজি। ২০২১ সালে হালদা নদীতে গাঙ্গেয় ডলফিনের মৃত্যু না হলেও ২০২০সাল পর্যন্ত ২৮টি ডলফিনের মৃত্যু হয়েছে।

ইনি/চখ

এই বিভাগের আরও খবর