chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (৬ মার্চ) রাতে আনুমানিক সোয়া এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ বিশেষ অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ৩৫ হাজার পিস জব্দ করা হয়।

মায়ানমার থেকে নৌ-পথে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সেখানে অবস্থান করছিলো টেকনাফের স্টেশন কমান্ডার লেঃ এম সালেহ আকরামের নেতৃত্বে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল। পরবর্তীতে রাত সোয়া এগারোটার দিকে জালিয়াপাড়া ঘাট সংলগ্ন এলাকায় ব্যাগ হাতে এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেওয়া হয়।

সংকেত লক্ষ্য করে হাতের ব্যাগটি ফেলে নাফ নদী সংলগ্ন প্যারাবনে পালিয়ে যায় সে ব্যক্তি। পরে উদ্ধার হওয়া ব্যাগ তল্লাশী করে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইনি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর