chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ: মিরসরাইয়ে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন-২০২১। আজ (৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সেনাবাহিনীর সহযোগিতায় ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়।

ম্যারাথনে মিরসরাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ফিতা কেটে ও আতশবাজি ফুটিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়াঁ, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী প্রমুখ।

ম্যারথনটি বড়তাকিয়া আবুতোরাব সড়ক থেকে শুরু হয়ে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

৫ কিলোমিটার ম্যারাথনে শেষে সেরা ৩ জনকে ট্রপি এবং ২০ জনকে মেডেল পরিয়ে দেন অতিথিরা। হিতকরী পাঠগৃহের আবু নছর ১৬ মিনিট ২০ সেকেন্ড ম্যারাথন করে প্রথম স্থান অর্জন করেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর