chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিয়ানমারের সামরিক নেতাদের সতর্ক জাতিসংঘের

ডেস্ক নিউজ: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর বিক্ষোভকারীদের প্রতি কঠোর হচ্ছে দেশটির সেনাবাহিনী। সাধরণ জনগণের ব্যাপারে কঠিন পদক্ষেপ না নেওয়ার জন্য মিয়ানমারের সামরিক নেতাদের সতর্ক করেছে জাতিসংঘ। সূত্র: বিবিসি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্ষুব্ধদের ব্যাপারে যে কোনো পদক্ষেপ নিলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে সামরিক নেতাদের সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত।

এদিক মিয়ানমারের ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে টানা দুইদিন ধরে। ব্রিটিশ পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার মধ্যরাত থেকে ইন্টারনেট বন্ধ রয়েছে মিয়ানমারে।

জাতিসংঘের বিশেষ দূত শানার বার্জেনার বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে। বিক্ষোভকারীদের ব্যাপারে কোনো ধরনের প্রতিহিংসা দেখানো যাবে না।

জানা গেছে, মিয়ানমারের সামরিক জান্তার দ্বিতীয় শীর্ষ নেতাকে টেলিফোনে সতর্ক করেছেন শানার বার্জেনার। তিনি বলেছেন, মিয়ানমারের ওপর সারাবিশ্বের নজর রয়েছে। কোনো পদক্ষেপ নেওয়া হলে তার পরিণতি মারাত্মক হতে পারে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর