chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কথা দাও কখনো ছেড়ে যাবেনা

ডেস্ক নিউজ: প্রেমের সপ্তাহের পঞ্চম দিন আজ। এই দিনটি প্রমিস ডে হিসেবে পালিত হয়।  সম্পর্ক মূলত ভালোবাসা ও বিশ্বাসের ওপর টিকে থাকে। সেই ভালোবাসা ও বিশ্বাসকে দৃঢ়তা প্রদান করে প্রতিশ্রুতি। আজ প্রিয়কে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দেওয়ার দিন।

আর কথা দেয়ার সঙ্গে সঙ্গে প্রিয়জনের জন্য থাকুক ছোট্ট কিছু উপহার। তার পছন্দের একগুচ্ছ ফুল কিংবা চকোলেট। অথবা একটা কার্ড। তাতে থাকুক এক সঙ্গে পথ চলার বার্তা। তবে এই দিনে শুধু দম্পতিরাই বা ভালবাসার জুটিরাই প্রতিজ্ঞাবদ্ধ হন, তা কিন্তু নয়। অটুট বন্ধুত্বের প্রতিজ্ঞায়ও আবদ্ধ হয় অনেকে। আবার অনেকে প্রমিস করেন নিজেকে।

জীবনের রিমোট কন্ট্রোল আমাদের হাতে থাকে না। তাই জীবনের সব ঘটনা, সব পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। এটাই প্রমিস করুন নিজেকে। এতে স্ট্রেসমুক্ত থাকতে পারবেন। নিজেকে প্রমিস করুন কখনও নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। আত্মবিশ্বাস নিজেকে ভালোবাসাতে পারে। অন্যদের প্রতিও বিশ্বাস, ভালোবাসা বাড়বে।

নিজেকে প্রমিস করুন জীবনে খুশি থাকবেন, উপভোগ করবেন। প্রমিস করুন নিজেকে কখনো ছোট বা অবহেলা করবেন না। ছোট ছোট সাফল্য, জয় উদযাপন করুন। নিজের কাছে নিজের গুরুত্ব বাড়বে। নিজেকে ভালোবাসো তুমি এবার, এই গানটা সব সময় মাথায় রাখবেন। নিজেকে প্রমিস করুন জীবনে খুশি থাকবেন, উপভোগ করবেন। প্রমিস করুন নিজেকে কখনো ছোট বা অবহেলা করবেন না। ছোট ছোট সাফল্য, জয় উদযাপন করুন। নিজের কাছে নিজের গুরুত্ব বাড়বে। নিজেকে ভালোবাসো তুমি এবার, এই গানটা সব সময় মাথায় রাখবেন।

প্রমিস করুন ভালোবাসার মানুষদের, কাছের মানুষদের সময় দেবেন, তাদের গুরুত্ব দেবেন। পরিবারকে গুরুত্ব দেবেন। প্রেমকে গুরুত্ব দেবেন। কিন্তু নিজেকে গুরুত্ব দেয়া ভুলে যাবেন না। এ সবের দায়িত্ব পালন করার আগে আয়নার সামনে দাঁড়িয়ে একবার বলবেন, ‘আমি আমার সবচেয়ে প্রিয়’। নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবেন। প্রমিস করুন ভালোবাসার মানুষদের, কাছের মানুষদের সময় দেবেন, তাদের গুরুত্ব দেবেন। পরিবারকে গুরুত্ব দেবেন। প্রেমকে গুরুত্ব দেবেন। কিন্তু নিজেকে গুরুত্ব দেওয়া ভুলে যাবেন না। এ সবের দায়িত্ব পালন করার আগে আয়নার সামনে দাঁড়িয়ে একবার বলবেন, ‘আমি আণার সবচেয়ে প্রিয়’। নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর