chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিচারকের ওপর হামলা: হাজী ইকবালের ছেলের পাঁচ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: বিচারকের ওপর হামলার ঘটনায় বন্দর এলাকার বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলে আলী আকবর ইকবালকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত অপর আসামি আলী আকবরের সহযোগী হাসান আলী জিসানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. রেজাউল করিম ।

উল্লেখ্য, ২০২০ সালের ৯ ডিসেম্বর বিকালে উল্টো পথে গাড়ী চালানোর প্রতিবাদ করায় চট্টগ্রামের ৫ম যুগ্ম জেলা ও দায়রা জজ জহির হোসেনের ওপর হামলা করেন পতেঙ্গার বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলে আলী আকবর ইকবাল ও তার সহযোগী হাসান আলী জিসান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। পরে বিচারক জহির হোসেনের ড্রাইভার রাজু শেখ বাদী হয়ে পতেঙ্গা থানার এক মামলায় গ্রেপ্ত্রার করা হয় তাদের।এরপর পতেঙ্গা থানা পুলিশ আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসানের চার দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর