chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হল খুলে দেওয়ার দাবিতে চবির শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাংশ শিক্ষার্থী। এসময়  পাঁচ দফা দাবিতে প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-

সীমিত পরিসরে হল খুলে দিয়ে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা, কটেজ মালিকদের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের পদক্ষেপ, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও আমাদের অনেক বিভাগের পরীক্ষা চলছে। আমরা পরীক্ষা দিতে বাড়ি থেকে ক্যাম্পাসে এসেছি। আমাদের অনেকের কোন টিউশন নেই। এমন পরিস্থিতিতে হল ছাড়া আশেপাশের কটেজ বা ভাড়া বাসায় থাকা চরম ভোগান্তিতে রয়েছি।

শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে সরকারি কোন বাধা আছে বলে আমরা মনে করি না। কর্তৃপক্ষ চাইলেই আবাসিক হলগুলো খুলে দিতে পারে। অন্ততপক্ষে পরীক্ষার সময়টায় হল খুলে দেওয়া জরুরি হয়ে পড়েছে৷ তাই আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি তারা যাতে আবাসিক হলগুলো খুলে দেন।

এসএস/নচ

এই বিভাগের আরও খবর