chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতীয় সেই তিন জুয়াড়ি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম এলাকা থেকে গ্রেফতার হওয়া তিন ভারতীয় জুয়াড়িকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন হলেন- সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)। সবাই ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

চট্টগ্রাম মেট্রোপুলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার তদন্তকারী তিনজনের ৭দিন করে রিমান্ডের আবেদন জানালে বিচারক শুনানি শেষে সবাইকে তিনদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন।

এর আগে শনিবার দুপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলাকালীন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে ভারতীয় এই তিন জুয়াড়িকে জুয়া খেলার সামগ্রী ডিজিটাল ডিভাইসসহ আটক করে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্থান্তর করেন ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)। ওইদিন  রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সুপারভাইজার আরেফিন হোসেন বাদি হয়ে পাহাড়তলী থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলাটি দায়ের করেন। পরে মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে নগর গোয়েন্দা পুলিশকে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর