chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তারেক রহমানের সাজার প্রতিবাদে মহানগর যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবদল। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্ড, থানা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বর্তমান ক্ষমতাসীন মাফিয়া সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্যই হুট করে দেশনায়ক তারেক রহমানের নামে নড়াইল জেলা আদালতে মিথ্যা মামলায় দুই বছরের সাজা দেওয়া হয়েছে। আল জাজিরা সরকারের
আসল চরিত্র বিশ্ব দরবারে তুলে ধরেছে, যার ফলে মাফিয়াদের ঘুম হারাম হয়ে গেছে। জাতীয়তাবাদী শক্তির জনপ্রিয় নেতা, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পুরোধা দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগ।

‘সোনার বাংলা আজ মাফিয়াদের হাতে জিম্মি। মুক্তির একমাত্র উপায় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে শাসকদল জামানত হারাবে।’

বক্তারা এসময় সদ্য সমাপ্ত চসিক নির্বচনের ভোটের পরের দিনও বিএনপিসহ যুবদলের নেতাকর্মীদের নামে চান্দগাঁও থানায় মিথ্যা ও বানাােয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, দিনের আলোতে ভোট চুরির মহোৎসব করে নির্বাচিত হয়েও ক্ষান্ত হয়নি শাসকদল। বিরোধী মত দমনে পুলিশ আর মিথ্যা মামলাই ভরসা আওয়ামী লীগের।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি নূর আহমেদ গুড্ডু, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আবদুল করিম, মিয়া মো: হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, হাসান মুরাদ, জসিমুল ইসলাম কিশোর, জাহেদুল হাসান বাবু, মো. আলী সাকি, সি: যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবীর, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, জিয়াউল হুদা জিয়া, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, ওমর ফারুক, গুলজার হোসেন প্রমুখ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর