chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনার টিকা নিয়েছেন যুক্তরাজ্যে প্রায় ৯০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনায় একদিনে ৯ হাজার ১১৭ জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু ২২ লাখ ৩৭ হাজারের বেশি। যুক্তরাজ্যে বেশ দ্রুত গতিতে চলছে করোনার টিকার প্রয়োগ, এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৯০ লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন।

যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ৮৮৬ জনের মৃত্যু হয়েছে, যা গত চারদিনের মধ্যে সর্বনিম্ন। বিশ্বে মোট করোনা শনাক্ত ১০ কোটি ৩৬ লাখের বেশি।

মেক্সিকোতে নতুন করে ১ হাজার ৪৯৫ জনের প্রাণহানি হয়েছে। গত পাঁচ দিনে দেশটিতে মৃত্যু প্রায় দেড় হাজার করে মানুষ মারা গেছে করোনায়।

 

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে করোনার টিকার সরবরাহ ৩০ শতাংশ বাড়াতে চায় অ্যাস্ট্রাজেনেকো জানিয়েছেন ইউরোপীয় কমিশন প্রধান উরসুলা ভন ডার লিয়েন।

করোনার পরিস্থিতির অবনতি হওয়ায় ইসরায়েলে লকডাউনের মেয়াদ ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। নেদারল্যান্ডসে প্রাথমিক বিদ্যালয় খুলবে ৮ই ফেব্রুয়ারি থেকে।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর