chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রেকর্ডে ভাগ বসানোয় মেসিকে পেলের অভিনন্দন

খেলা ডেস্ক: ক্যারিয়ারে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। একটি ক্লাবের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডে সাবেক ব্রাজিলিয়ান তারকা পেলের পাশে বসেছেন বার্সেলোনার ফরোয়ার্ড।

শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ন্যু ক্যাম্পে ২-২ গোলে ড্রর ম্যাচে বার্সার হয়ে ৬৪৩তম গোলটি করেন এলএমটেন।

২০০৪ সালে ১৭ বছর বয়সে বার্সেলোনার জার্সি প্রথমবার পরেন তিনি। ৬৪৩ গোল করতে তার লাগলো ৭৪৮ ম্যাচ, পেলে সান্তোসের হয়ে খেলেছেন ৬৬৫ ম্যাচ।

রেকর্ডে মেসি ভাগ বসানোর পর তাকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন পেলে, ‘যখন তোমার হৃদয়ে যখন ভালোবাসা উপচে পড়বে, তখন পথ পাল্টানো খুব কঠিন। তোমার মতো, আমি বুঝতে পারি প্রত্যেকদিন একই জার্সি পড়ার ভালো লাগাটা কেমন!’

‘তোমার মতো আমিও জানি যেখানে ঘরের মতো অনুভব করি তার চেয়ে ভালো জায়গা আর হয় না। তোমার ঐতিহাসিক রেকর্ডের জন্য অভিনন্দন তোমাকে লিওনেল। বার্সেলোনায় তোমার সুন্দর ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’

আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রশংসা করে এই ব্রাজিলিয়ান গ্রেট আরও বলেছেন, ‘আমাদের মতো গল্প, অনেক দিন ধরে একই ক্লাবকে ভালোবাসা, দুর্ভাগ্যবশত ফুটবলে এই ব্যাপারটি দুর্লভ হয়ে যাচ্ছে। আমি তোমাকে অনেক শ্রদ্ধার চোখে দেখি।’

১৯৫৬ সালে সান্তোসে অভিষেক হয় ১৫ বছর বয়সী পেলের। ছয়টি ব্রাজিলিয়ান লিগসহ দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নস লিগ হিসেবে খ্যাত দুটি কোপা লিবার্তাদোরেস জেতেন তিনি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর