chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মানবিক বিবেচনায় খালেদাকে মু্ক্তি দিন

মানবিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।

শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান তিনি।

সেলিমা ইসলাম বলেন,  তার শারীরিক অবস্থা ‘খুবই খারাপ’ ।শ্বাস কষ্টের কারণে উনি নিঃশ্বাস নিতে পারছেন না। তার বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, খেতে পারছে না, খেলে বমি হয়ে যাচ্ছে।

এক প্রশ্নের জবাবে সেলিমা বলেন, দেশবাসীর কাছে আবেদন করছি, আপনারা সবাই ওনার (খালেদা জিয়া) জন্য দোয়া করবেন।

সেলিমা ইসলাম বলেন, আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। তিনি যে অবস্থায় কারাগারে ছিল এখন সে অবস্থায় নেই। বর্তমানে তিনি পাঁচ মিনিটের বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারেন না।  তার উন্নত চিকিৎসার প্রয়োজন। বিএসএমএমইউ হাসপাতালের চিকিৎসকরা তাকে যে চিকিৎসা দিচ্ছেন তাতে কোনো উন্নতি হচ্ছে না। আমরা তার উন্নত চিকিৎসা করতে চাই।

এর আগে বোন সেলিমা ইসলামসহ পরিবারের পাঁচ সদস্য বিকেল সাড়ে ৩টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করেন। বের হন বিকেল সাড়ে চারটার দিকে।

সেলিমা ইসলামের সঙ্গে ছিলেন, খালেদা জিয়ার ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা ও তার ছেলে অভিক ইস্কান্দার, আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা ও ভাগনি শাহিনা জামান খান।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদারও উপস্থিত ছিলেন।