chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অস্ট্রিয়ায় নিষিদ্ধ হচ্ছে ইসলামী রাজনীতি

ডেস্ক নিউজ : অস্ট্রিয়াতে নিষিদ্ধ হচ্ছে ইসলামী রাজনীতি। গত সপ্তাহে ভিয়েনায় সন্ত্রাসী হামলার পর দেশটির ডানপন্থি সরকার এই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে বুধবার জানানো হয়েছে।

অস্ট্রিয়া সরকার যেসব সিদ্ধান্ত নিতে যাচ্ছে তার মধ্যে রয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড নির্ধারণ, সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে শাস্তিপ্রাপ্তরা কারাগার থেকে মুক্তি পেলে তাদের ওপর ইলেকট্রনিক্স নজরদারি এবং ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত ও রাজনৈতিক চরমপন্থামূলক কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা।

বুধবার চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ জানিয়েছেন, ‘চরমপন্থার’ সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া সংস্থা বা মসজিদগুলো বন্ধ করে দেওয়া এবং অনলাইন প্ল্যাটফর্মে সম্ভাব্য সহিংস কর্মকাণ্ডের ইঙ্গিত পেলে জনসাধারণ যাতে অভিযোগ করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এছাড়া মসজিদের ইমামদের কেন্দ্রীয়ভাবে রেজিস্ট্রেশনের আওতায় রাখা হবে।

মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, ‘রাজনৈতিক ইসলামের পেছনে যে আদর্শ রয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে আমরা ‘রাজনৈতিক ইসলাম’ দণ্ডমূলক অপরাধ হিসেবে চিহ্নিত করেছি ; যাতে যারা সন্ত্রাসী নয় কিন্তু এর ভিত্তি তৈরি করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি।’

চখ/নচ

এই বিভাগের আরও খবর