chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১২ লাখ ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনার তাণ্ডব এখনো অব্যাহত আছে। যার ফলে মৃতের সংখ্যা ১২ লাখ ছুঁতে চলেছে। বিশ্বে নতুন করে ৬ হাজার ৪৮৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৯৯ হাজার ৭২৭ জনে ঠেকেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ২০১ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার ৪৭৩ জনে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৩৪ লাখ ৭৯ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ২ লাখ ৩৫ হাজার ৮৩০ জন রোগী।

যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৪ লাখ ২ হাজার ৫৯০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৮১ লাখ ৮২ হাজার ৮৮১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১২২ হাজার ১৪৯ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ৯০২ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১৬ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৯৯০ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে প্রায় ১৩ লাখ ৬৮ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৬ হাজার ৭৮৮ জনের।

ছয়ে থাকা থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লাখ ৬৫ হাজার ছুঁতে চলেছে। প্রাণহানি ঘটেছে ৩৫ হাজার ৮৭৮ জনের।

বাংলাদেশে শনিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জন। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৯২৩ জনের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর