chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমেরিকায় স্মার্টফোন রপ্তানি করবে বাংলাদেশ

১ মার্চ বাংলাদেশে তৈরি ২৬ হাজার স্মার্টফোন আমেরিকায় রপ্তানির প্রক্রিয়া শুরু করা হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্টফোন, ল্যাপটপ এখন দেশেই তৈরি হচ্ছে। ইতোমধ্যে এসব পণ্য রপ্তানিরও উদ্যোগ নেওয়া হয়েছে। ১ মার্চ বাংলাদেশে তৈরি ২৬ হাজার স্মার্টফোন আমেরিকায় রপ্তানির প্রক্রিয়া শুরু করা হবে।

এসময় প্রযুক্তি প্রতিমন্ত্রী আরো বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রত্যন্ত গ্রামের মানুষ বিশ্বের সব প্রান্তে যোগাযোগ স্থাপন করতে পারবে। এখান থেকেই ভালো ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারবে। যুবকরা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে আইটি শিল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে।

এছাড়াও লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের মাধ্যমে মুজিব বর্ষে ৪০ হাজার শিক্ষিত বেকারকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে।

লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের মাধ্যমে মুজিব বর্ষে ৪০ হাজার শিক্ষিত বেকারকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। তারা যেন প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে নিজে কর্মসংস্থানের সুযোগ হবে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলের মফিজার রহমান কলেজে ‘ডিজিটাল সার্ভিস ইমপ্লয়েন্টমেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার’র ভিত্তি স্থাপনের অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।

এছাড়াও লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের মাধ্যমে মুজিব বর্ষে ৪০ হাজার শিক্ষিত বেকারকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে।

 

এই বিভাগের আরও খবর