chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আইয়ুব বাচ্চুর প্রয়াণের দুই বছর আজ

ডেস্ক নিউজ : আজ ১৮ অক্টোবর। ২০১৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বাংলাদেশের ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চু। আজ তার দ্বিতীয় মৃত্যুবাষির্কী।

তিনি বাংলা দেশে ব্যান্ড সংগীতকে অনন্য উচ্চায় নিয়ে গেছেন। আইয়ুব বাচ্চুর সঙ্গে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন প্রিন্স মাহমুদ। তাই এই কিংবদন্তিকে হারানোর মাসেই তার জন্য একটি গান উৎসর্গ করেছেন এই শিল্পী।

দেশের শীর্ষ ব্যান্ডদল ‘এলআরবি’র প্রাণ ছিলেন এই গিটার জাদুকর। ভালোবেসে সবাই তাকে ডাকতেন ‘এবি’ বলে। আর সংগীতাঙ্গনের মানুষরা ‘বস’ বলে সম্বোধন করতেন। তাকে বলা হতো বাংলাদেশের ‘গিটার লিজেন্ড’।

আইয়ুব বাচ্চু ১৬ আগস্ট ১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহন করেন। তার বাবার নাম মো. ইসহাক চৌধুরী। মায়ের নাম নূরজাহান বেগম। ১৯৯১ সালের ৩১শে জানুয়ারিতে ফেরদৌস চন্দনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।  ফাইরুজ সাফরা আইয়ুব এবং  আহনাফ তাজওযার আইয়ুব নামে দুই  সন্তান রয়েছে তাঁর।

ব্যান্ড অ্যালবাম এলআরবি (১৯৯২), সুখ (১৯৯৩), তবুও (১৯৯৪), ঘুমন্ত শহরে (১৯৯৫), ফেরারি মন (১৯৯৬), স্বপ্ন (১৯৯৬), আমাদের বিস্ময় (১৯৯৮), মন চাইলে মন পাবে (২০০০), অচেনা জীবন (২০০৩), মনে আছে নাকি নেই (২০০৫), স্পর্শ (২০০৮) এবং যুদ্ধ (২০১২)।

একক অ্যালবাম রক্তগোলাপ (১৯৮৬), ময়না (১৯৮৮), কষ্ট (১৯৯৫), সময় (১৯৯৮), একা (১৯৯৯), প্রেম তুমি কি! (২০০২), দুটি মন (২০০২), কাফেলা (২০০২), প্রেম প্রেমের মতো (২০০৩), পথের গান (২০০৪), ভাটির টানে মাটির গানে (২০০৬), জীবন (২০০৬), সাউন্ড অব সাইলেন্স (ইন্সট্রুমেন্টাল, ২০০৭), রিমঝিম বৃষ্টি (২০০৮), বলিনি কখনো (২০০৯), জীবনের গল্প (২০১৫)। এছাড়াও তার গাওয়া গানের অসংখ্য মিক্স অ্যালবাম রয়েছে।

চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘সাগরিকা’ ছবির ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘ব্যাচেলর’ ছবির ‘আমি তো প্রেমে পড়িনি’, ‘লাল বাদশা’ ছবির ‘আরও আগে কেন তুমি এলে না’, ‘তেজী’ ছবিতে ‘এই জগৎ সংসারে তুমি এমনই একজন’, ‘আম্মাজান’ ছবির ‘আম্মাজান’, ‘তোমার আমার প্রেম এক জনমের নয়’, ‘মেয়েরা মাস্তান’ ছবিতে ‘ঘড়ির কাঁটা থেমে থাক’, ‘চোরাবালি’ ছবিতে ‘ভুলে গেছি জুতোটার ফিতেটাও বাঁধতে’ শিরোনামের গান।

এসএএস/

এই বিভাগের আরও খবর