chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অনলাইনেই শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স

ডেস্ক নিউজঃ আগামী ২০ সেপ্টেম্বর হতে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিশেষ সেবা সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করেছে। আর  এসময় অনলাইনে মিলবে বিআরটিএ’র শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স।

বুধবার বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ পালন সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা গেছে।

সেবা সপ্তাহে যে  সেবাসমূহ থাকছে, সেবা সপ্তাহ চলাকালে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান ও অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদান করা হবে বলে জানানো হয়।

এদিকে, বিআরটিএ’র এসব বিশেষ সেবাসমূহ গ্রাহকরা নিতে পারবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব সার্কেল অফিসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সূত্রঃ ডেইলী বাংলাদেশ

এই বিভাগের আরও খবর