chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বব্যাপী করোনায় প্রাণহানি ৯ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গেছে। ভাইরাসটিতে নতুন করে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৭০ জন। এ নিয়ে প্রাণহানি ৯ লাখ ১ হাজার ৬২৯ জনে ঠেকেছে।

বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায় ওয়ার্ল্ডওমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ২ লাখ ৪৭ হাজার ৮৩৬ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে।

এদিকে সুস্থতা লাভ করেছেন ১ কোটি ৯৮ লাখ ২০ হাজার ১৬২ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৬৫ লাখ ১৪ হাজার ২১৩ জন মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯৪ হাজার ৩২ জন।

সংক্রমণে দুইয়ে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৬৭ হাজার ৪৩৬। প্রাণহানি বেড়ে ৭৩ হাজার ৯২৩ জনে ঠেকেছে।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪১ লাখ ৬৫ হাজার ১২৪ জন। প্রাণহানি বেড়ে ১ লাখ ২৭ হাজার ৫১৭ জনে দাঁড়িয়েছে।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১০ লাখ ৩৫ হাজার ৭৮৯ জন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৯৯১ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

পেরুতে আক্রান্ত ৬ লাখ ৯১ হাজার ৫৭৫ জন। যেখানে মৃতের সংখ্যা ২৯ হাজার ৯৭৬ জন।

কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৫১৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ হাজার ৮১৭ জনের।

মেক্সিকোয় আক্রান্ত ৬ লাখ ৪২ হাজার ৮৬০ জন। এখন পর্যন্ত সেখানে প্রাণ গেছে ৬৮ হাজার ৪৮৪ জন মানুষের।

আর্জেন্টিনায় করোনাক্রান্ত ৫ লাখ ৩৪ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ৪০৫ জনের।

চিলিতে সংক্রমণ ৪ লাখ ২৫ হাজার ৫৪১ জন। এর মধ্যে ১১ হাজার ৬৮২ জনের প্রাণ কেড়েছে করোনা।

দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ৪৪১ জন। আর মৃত্যু হয়েছে ১৫ হাজার ৮৬ জনের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ৫ লাখ ৩৪ হাজার ৫১৩ জন। মারা গেছেন ২৯ হাজার ৫৯৪ জন।

ইরানে করোনার শিকার ৩ লাখ ৯১ হাজার ১১২ জন। প্রাণহানি ঘটেছে ২২ হাজার ৫৪২ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৫৬০ জন।

যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫৮৬ জন মানুষের।

বাংলাদেশের গতকাল মঙ্গলবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ২৫১ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৫৫২ জনের।

এমআই/

এই বিভাগের আরও খবর