chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে মৃত্যুহীন একটি দিন, নতুন শনাক্ত ৮৮

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭৩২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৮ জন। এদের মধ্যে ৬৮ জন নগরের ও ২০ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ৬১২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৭৯০ জন নগরের ও ৪ হাজার ৮২২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে কেউ করোনায় মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৬৫ জন; এর মধ্যে ১৮৪ জন নগরের ও ৮১ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন; একই সময়ে বাড়িতে থেকে সুস্থ হয়েছেন ৮৮ জন। সে হিসেবে গতকাল ৯৩ জন সুস্থ হয়েছেন। হাসপাতাল ও বাড়িতে থেকে এখন পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা সবমিলিয়ে ১২ হাজার ১১৫ জন; এর মধ্যে ২ হাজার ৭১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ৯ হাজার ৩০৬ জন বাড়িতে থেকে সুস্থ হয়েছেন।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১০ জন নগরের ও ১০ জন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২২৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ৯ জনের ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২০৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৩ ও উপজেলার ৩ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৩ জনের নমুনার মধ্যে নগরের ২ জন ও উপজেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ জনের করোনা পরীক্ষা করে তার মধ্যে রোগটি পাওয়া যায়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৫৮ জনের নমুনার মধ্যে নগরের ১০ জন শনাক্ত হয়েছেন।

শেভরণে ৩৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৪ ও উপজেলার ৫ জনের করোনা পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২০ জনের মধ্যে পটিয়ার ১, বোয়ালখালীর ১, রাউজানের ৪, ফটিকছড়ির ৩, হাটহাজারীর ৭, মিরসরাইয়ের ২ ও সন্দ্বীপের ২ জন রয়েছেন।

এমআই/

এই বিভাগের আরও খবর