chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যারা দুর্নীতি করেছেন, বিসমিল্লাহ করে তওবা করে ফেলেন: সুজন

নিজস্ব প্রতিবেদক: ১৮০ দিনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়েছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। আজ বৃহস্পতিবার সকালে দায়িত্ব নেওয়ার পরপর তাকে চসিকের কর্মকর্তা-কর্মচারীরা অভিনন্দন জানান।

সরাসরি নির্ধারিত কক্ষে গিয়ে প্রশাসকের চেয়ারে বসেন, যেখানে বসে এতদিন দায়িত্ব পালন করেছেন সদ্যবিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রথমেই চসিকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হতে সভায় বসেন প্রশাসক নব নিযুক্ত প্রশাসক সুজন। এসময় সেখানে উপস্থিত হন আ জ ম নাছির উদ্দীন। নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানান বিদায়ী মেয়র নাছির।

নাছিরকে পাশে নিয়ে প্রথম সভায় খোরশেদ আলম সুজন চসিকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সর্বোচ্চ সততার মাধ্যমে পালন করতে চাই। আপনারা আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করবেন। যারা দুর্নীতি করেছেন, আজ বিসমিল্লাহ করে তওবা করে ফেলেন। আমি যার কাছে অনিয়ম দেখবো, দুই নাম্বারি দেখবো, নগরবাসীর সঙ্গে যারা বেইমানি করবেন তাদের আমি কোনোভাবেই ছাড় দেব না। যারা ঘুষ খায়, মানুষকে কষ্ট দেয় তাদের আমি ছাড় দেব না। এসব অন্যায়ের সঙ্গে আমি আপস করবো না। ভুল করা অপরাধ না। কিন্তু ইচ্ছা করে ভুল করা অপরাধ।’

তিনি বলেন, ‘আমি সিটি করপোরেশনকে দলীয় কার্যালয় বানাবো না। আমি রাজনীতি করবো দলীয় কার্যালয় থেকে। সিটি করপোরেশনে বসে নগরবাসীর সেবা করবো।’ ‘এই শহর আমাদের শহর। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের একটি চট্টগ্রাম। জলাবদ্ধতা এই শহরের প্রধান সমস্যা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীকে দিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করাচ্ছেন। উনারা রাতদিন পরিশ্রম করছেন। আশা করছি, এক বছরের মধ্যে একটা স্বস্তিদায়ক অবস্থায় আমরা পৌঁছতে পারবো।’

গণমাধ্যম কর্মীদের উদ্দেশে সুজন বলেন, ‘আপনারা গণমাধ্যমে নগরীর সমস্যাগুলো তুলে ধরবেন। আমি ১৮০ দিন সময় পেয়েছি, ১৮০ দিনই আমি রাস্তায় থাকব। আমার ভুল হতে পারে, তবে অসততা থাকবে না। ভুল যদি আপনারা দেখিয়ে দেন সেটা স্বীকার করার এবং সংশোধন করার সৎ সাহস আমার আছে।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৮০ দিনের প্রতিটি মুহূর্তকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমি ১৮০ দিনই রাস্তায় থাকব এবং কাজ করব। আগে আমাকে পুকুরে নামতে দেন। পুকুরে নামলে তখন দেখবেন আমি কিভাবে সাঁতার কাটি।’

সদ্যবিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রশাসক খোরশেদ আলম সুজনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। দায়িত্ব নিতে চসিক ভবনে যাবার আগে সকালে খোরশেদ আলম সুজন নগরীর জেল রোডে আমানত শাহ’র মাজার জিয়ারত করেন।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর