chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফের গোলাগুলির শব্দ টেকনাফ সীমান্তে

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং সীমান্তের নাফনদীর ওপারে আবারও গুলির শব্দ শোনা গেছে।

আজ রবিবার (১১ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ৭টায় সীমান্তের ওপার থেকে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের গোলাগুলির শব্দ ভেসে এসেছে।

এর আগে শনিবার সকাল ১১টা থেকে সারাদিন টেকনাফ সীমান্তের ওপারে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি বলেন, রবিবার সকাল ৭টা থেকে লম্বাবিল, উনচিপ্রাং, কানজর পাড়া সীমান্তের নাফ নদীর ওপারে গুলি ও মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। সীমান্তের এপারে লম্বাবিল ও উনচিপ্রাং এলাকায় কয়েকটি গুলি এসে পড়েছে বলেও জানান তিনি। এ ঘটনার পর সীমান্তের কাছাকাছি যারা বসবাস করে তাদেরকে নিরাপদস্থানে আসার জন্য বলা হয়েছে।

উনছিপ্রাং সীমান্তের স্থানীয়রা জানান, আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহীরা টেকনাফ অংশে মিয়ানমারের শহর বলিবাজার ও কুমিরখালী ঘাঁটি দখল নিতে এই হামলা চালাচ্ছে। কুমিরখালী ঘাঁট বড় হাওয়ায় বিদ্রোহীরা সহজে দখল নিতে পারছে না বলেও জানান তারা।

 

 

 

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর