chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীমান্তের ওপারে ফের গোলাগুলির বিকট শব্দ, এপারে আতঙ্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আবারও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছে।

গতকাল রবিবার (২৪ মার্চ) রাত থেকে টেকনাফের সীমান্তের হোয়াইক্যং, হ্নীলা, শাহপরীর দ্বীপ এলাকায় থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শুনতে পান স্থানীয়রা।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুর কবির বলেন, হোয়াইক্যং সীমান্তের খারাংখালী, নয়া বাজার, মিনা বাজার, কানজর পাড়া, জিম্মখালী, উনচিপ্রাং, লম্বাবিল সীমান্তে বিকট শব্দ ভেসে আছে। সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, রবিবার রাতে এবং সোমবার সকালে মর্টারশেল ও ভারী গুলির শব্দ ভেসে আসছিল সীমান্তের ওপার থেকে। এতে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

 

তাসু | চখ

এই বিভাগের আরও খবর