chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গ্লোবাল টি-টোয়েন্টি: ফাইনালে লিটনের সারে জাগুয়ার্স

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আরও এক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস। ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে লাইফ পেয়েও লিটন ১৯ বলে করেছেন মাত্র ১৬ রান।

তবে তার দল সারে জাগুয়ার্স দারুণ জয়ে উঠে গেছে গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে। ব্রাম্পটনে শুক্রবার প্রথম কোয়ালিফায়ারে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৩৯ রান করে জাগুয়ার্স। জবাবে ভ‍্যাঙ্কুভার নাইটস ১০১ রানে গুটিয়ে গেলে ৩৮ রানের জয় পায় লিটনের দল।

মোহাম্মদ রিজওয়ান সহজ রান আউট মিস করলে বেঁচে যান লিটন। তাতেও সুযোগ কাজে লাগাতে পারেননি। একটি করে ছক্কা ও চারে ১৯ বলে করেন ১৬ রান। নিজেদের আগের ম্যাচে মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে করেছিলেন ১৩ বলে ১০।

এদিন অধিনায়ক ইফতিখার আহমেদের ২৮ বলে ৩৬ ও আয়ান খানের ২০ বলে ২৯ রানের ইনিংসে সারে ২০ ওভারে তোলে ১৩৯ রান। এরপর ম্যাথু ফোর্ডের (৪/১৬) দারুণ বোলিংয়ে ভ্যাঙ্কুভারকে ১০১ রানে থামিয়ে পৌঁছে গেছে ফাইনালে।

ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ আছে ভ্যাঙ্কুভারের। এর জন্য ব্রাম্পটন উলভস ও মন্ট্রিয়াল টাইগার্সের মধ্যে জয়ী দলের বিপক্ষ দ্বিতীয় কোয়ালিফায়ারে জিততে হবে তাদের।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর