chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। শুরু হবে সকাল ১০টায় শেষ হবে দুপুর ১২টায়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। প্রকাশিত হয়েছে নির্দেশনা ও আসনবিন্যাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (২৬ এপ্রিল) ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০০ নম্বরের এ পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। ২ ঘণ্টার এ পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়। সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে প্রার্থীদের অবশ্যই সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর কাউকে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশ করা প্রার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ শুরু হবে। সকাল ১০টায় প্রশ্নপত্র বিতরণ করা হবে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর