chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিখোঁজ হওয়ার ৪ দিন পর অভিনেতার মরদেহ উদ্ধার

নিখোঁজ হওয়ার ৪ দিন পর অবশেষে জঙ্গলে খোঁজ পাওয়া গেল প্যারামাউন্ট সিরিজ ‘১৯২৩’ তারকা কোল ব্রিংস প্লেন্টির। তবে জীবিত নয়, মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২৭ বছর বয়সী অভিনেতার মরদেহ।

জানা গেছে, পারিবারিক সহিংসতার এক ঘটনায় পুলিশের সন্দেহভাজন তালিকায় ছিলেন তিনি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল লরেন্স পুলিশ।

বিবিসি জানিয়েছে, একজন নারী ইমার্জেন্সি অ্যালার্ম বাজানোর পর সেখান থেকে প্রাণপণে ছুটে পালাতে দেখা যায় অভিনেতা ব্রিংস প্লেন্টিকে। এরপর থেকেই তার খোঁজে ছিল পুলিশ। সবশেষ ট্র্যাফিক ক্যামেরায় অভিনেতাকে ঘটনার পরপরই শহর ছেড়ে দক্ষিণমুখী ৫৯ হাইওয়েতে যেতে দেখা যায়। জনসন কাউন্টির শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছিল, তাকে কেউ কোথাও দেখতে পেলে যেন খবর দেয়।

পরিবারও তার খোঁজ করছিল। নিখোঁজের পর থেকেই অভিনেতার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অবশেষে গতকাল শনিবার জঙ্গলের মধ্যে গাড়ির পাশে মরদেহ উদ্ধার হয়।

কোল ব্রিংস প্লেন্টি আমেরিকান ওয়েস্টার্ন ড্রামা টিভি সিরিজ ‘১৯২৩’-এ পিট প্লেন্টি ক্লাউডস চরিত্রে অভিনয় করেছিলেন। এটি হিট প্যারামাউন্ট সিরিজ ইয়েলোস্টোনের একটি প্রিক্যুয়েল।

 

তাসু | চখ

এই বিভাগের আরও খবর