chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওয়ান ম্যান আর্মি’র সাধারণ সভা ও ইফতার সন্ধ্যা

চট্টগ্রামের সামাজিক সংগঠন ওয়ান ম্যান আর্মির বার্ষিক সাধারণ সভা এবং ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় নগরীর একটি কনভেনশন হলে সংগঠনের বার্ষিক সভা ও ইফতার আয়োজন সম্পন্ন হয়। সাধারণ সভায় আগামী এক বছরের জন্য ২৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ম্যান আর্মি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ তৈয়ব। সংগঠনের সভাপতি প্রজা বড়ুয়ার সভাপতিত্বে এবং সংগঠক প্রান্ত কুমার, শারমীন জুই ও নাসরিন আকতারের যৌথ সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপদেষ্টা ইমরান চৌধুরী, মেহরাব হাসান, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, সংগঠনের আজীবন সদস্য মিনহাজুল আরেফীন প্রমুখ।

পরিবেশবাদী সংগঠন ওয়ান ম্যান আর্মি জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং তারুণ্যের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ তৈয়ব বলেন, “সংগঠনের লক্ষমাত্রা বাস্তবায়নে নতুন কমিটি আরও দক্ষতার সাথে কাজ করে যাবে”।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর