chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

একসঙ্গে কাজ করলে বাংলাদেশ-রাশিয়ার স্বার্থরক্ষা হবে: মিশুস্টিন

বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন। এ সময় দুদেশ একসঙ্গে কাজ করলে বন্ধুত্ব আরও শক্তিশালী এবং উভয়ের স্বার্থরক্ষা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৬ মার্চ) শেখ হাসিনাকে লেখা চিঠিতে রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘রাশিয়ান ফেডারেশন সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবসে অভিনন্দন জানাই।’

তিনি আরও বলেন, ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার চেতনায় বিকশিত হচ্ছে। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে যাচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে নানা যৌথ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।’

চিঠিতে শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং তার দায়িত্বশীল কাজে নতুন সাফল্য ও বন্ধুপ্রতিম বাংলাদেশি জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন মিখাইল মিশুস্টিন।

এদিকে স্বাধীনতা দিবসে আরও শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন।

মআ/চখ

এই বিভাগের আরও খবর