chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হারিয়ে যাওয়া ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে ফিরিয়ে দিল পতেঙ্গা থানা

নিজস্ব ডেস্কঃ  সিএনজি অটোরিকশায় করে বেড়াতে যাওয়ার সময় এক মহিলার হারিয়ে যাওয়া ২ ভরি স্বর্ণালংকার দুইদিনের মধ্যে উদ্ধার করে ফিরিয়ে দিলেন নগরীর পতেঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার রাতে পতেঙ্গা থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়ের সৈয়দ বলেন, গত দুইদিন আগে সকাল ১০ টার দিকে ইপিজেড থানাধীন তালতলা থেকে আলহাজ বেগম (৪৮) নামে এক মহিলার পতেঙ্গা বিজয়নগর এলাকায় বেড়াতে যায় সিএনজি অটোরিকশা করে। তার সাথে থাকা স্বর্ণালংকারের ছোট প্যাকেটটি সিএনজিতে ভুলে রেখে চলে যায়। কিছুক্ষণ পরে ফিরে এসে রাস্তায় সেই গাড়ির হদিস না পেয়ে থানার শরণাপন্ন হন। ওই মহিলার অভিযোগের প্রেক্ষিতে পতেঙ্গা থানা পুলিশ কাজ শুরু করে।

ওসি বলেন, এসআই রহিমের নেতৃত্বে প্রায় দুইদিন সিসিটিভি ফুটেজ,বিআরটিএ কার্যালয় এবং সিএমপির বিভিন্ন থানা এলাকায় খোঁজ নিয়ে বাদুরতলা এলাকা থেকে সিএনজির ড্রাইভারের সহায়তায় হারানো প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকারগুলো আজ বিকেলে ফেরত দিতে সক্ষম হন। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এসএএস/

এই বিভাগের আরও খবর