chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ কারবারি গ্রেফতার

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ১ লাখ ইয়াবাসহ মোঃ উসমান (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

শুক্রবার (০১ মার্চ) সকালে উপজেলার কাটাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ উসমান উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, খুরেরমুখ এলাকায় অস্থায়ী চেকপোস্ট থেকে আনুমানিক ২ কি.মি দক্ষিণ দিকে কাটাবুনিয়া নামক এলাকা দিয়ে সাগর পথে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসার খবর পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল কাটাবুনিয়া এলাকায় অবস্থান করে। ৭.৫০ মিনিটের দিকে দুইজন ব্যক্তি বঙ্গোপসাগর পাড়ে সাম্পান হতে নেমে দু’টি ব্যাগ হাতে নিয়ে কাটাবুনিয়া সড়কের দিকে আসে। তাদের গতিবিধি সন্দেহ হলে টহল দল দেখে ব্যাগ ফেলে তারা পালাতে চেষ্টা করে। এসময় একজনকে আটক করে এবং অন্য জন পালিয়ে যায়। ব্যাগ হতে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার হয়।

তাকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর