chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমদানি শুল্ক কমায় চট্টগ্রাম বন্দরে খেজুর খালাসের চাপ

আমদানি শুল্ক রমজানের আগে চট্টগ্রাম বন্দরে খেজুর খালাসে চাপ  বেড়েছে। বিভিন্ন ডিপোতে  শয়ে শয়ে ঢুকছে গাড়ী।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাড়ী  ভর্তি করে খেজুরের কনটেইনার খালাসের কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, শুল্ক কমানোর অপেক্ষায় ছিলেন ব্যবসায়ীরা। ৩ থেকে ৪ মাস আগে খেজুর আমদানি হলেও শুল্ক কমবে এ আশায় ব্যবসায়ীরা খালাস করেননি। বেসরকারি ১৯টি ডিপোতে প্রায় ১ হাজার কন্টেইনার রয়েছে।

এদিকে ১০ শতাংশ শুল্ক কমানোর পরই আমদানিকারকরা খালাসের উদ্যোগ নেন। এক্ষেত্রে ৪ থেকে ৫ দিন সময় লেগে যায়। আর এই মুহূর্তে প্রতিদিন ৫০ থেকে ৬০টি কন্টেইনার খালাস হচ্ছে। কিন্তু ৩ মাস আগেও দেখা গেছে, দৈনিক ৫ থেকে ১০ কন্টেইনার খেজুর খালাস হয়েছে।

বর্তমানে ৪৩ শতাংশ হারে ব্যবসায়ীদের শুল্ক কর দিতে হচ্ছে। তবে আমদানিকারকরা আরও কমানোর দাবি জানিয়েছেন।

জুইম/চখ

এই বিভাগের আরও খবর