chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাপ্তাই লেকে মাছ ধরার বোটে শোভা ছড়াছে লাউ চাষ!

কথায় আছে নেই কাজ তো খই ভাজ।কাপ্তাই লেকে মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে জেলে নূরনবী যখন অবসর সময় পার করছেন তখন ট্রলারের এক কোণে লাগালেন লাউের চারা।

পুরনো জাল আর খুঁটি দিয়ে তৈরি করেছেন বাশের মাচাং। আর তাতে সুবজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে ছোট বড় ১০-১২টি লাউ। বিষ ও রাসায়নিকমুক্ত এই লাউ নিজে খাওয়ার পাশাপাশি দিয়েছেন পরিচিতদেরও। গাছে আছে আরও ফুলও যা দুর থেকে শোভা ছড়াছে পর্যটকদের ।

মাছ নিয়ে প্রতিদিনই লংগদু থেকে কাপ্তাই মৎস্য ঘাটে যাতায়াতের ফাঁকে করেন গাছের যত্ন।

বোটের ছাদে লাউচাষি মো: নুরনবী বলেন, ‘২০১৮ সালে থেকে  আমি যখন লাউ চাষ করি ।মাছ ধরার  বন্ধের সময় ভালো ফলন পেয়েছি।এছাড়া এর নিচে ছায়া থাকে তাই অবসরে আরামে থাকা যায়।

ব্যতিক্রমী এই উদ্যোগ বেশ সাড়া ফেলেছে অন্য ট্রলারচালক ও স্থানীয়দের মাঝে। এমন চাষাবাদে অনেকের মাঝেই তৈরি করেছে আগ্রহ।

জেলা কৃষি অফিস জানায়, এ ধরনের চাষাবাদে বোট চালকরা উদ্যোগ নিলে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও কৃষি পরামর্শ দেয়া হবে।

কাপ্তাই হ্রদে চলাচলকারী ৫ হাজারের বেশি ইঞ্জিনচালিত নৌযানকে এই পদ্ধতিতে সবজি চাষে আগ্রহী করা গেলে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের উৎস তৈরি হবে।

চখ/জুইম