chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনে পুড়ল ৫ দোকান

কক্সবাজার জেলা শহরে ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি দোকান।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪ টায় জেলা শহরের বাজারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ছিল মোহাম্মদ খোরশেদ আলম, রাশেদ, আবছারের ফলের দোকান এবং আমিন পানের ও ফারুকের চায়ের দোকান।

স্থানীয়রা জানান, ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এতে প্রথমে একটি দোকানে আগুন লাগে। পরে আরও ৪ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস আসলেও পানি সংকটে পড়ে। পাশের নাপিতা পুকুর থেকে পানি তুলতে তুলতে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, কিস্তি নিয়ে মালামাল তোলা হয়েছিল। কিন্তু আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার প্রায় ১২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আমি জেলা প্রশাসক ও পৌর মেয়রের সহযোগিতা কামনা করছি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাশেদ বলেন, পবিত্র রমজান উপলক্ষে দোকানে খেজুরসহ প্রায় ৫ লক্ষ টাকার নানা জাতের ফল তুলেছিলাম। সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। মহাজনদের কাছে আমার প্রায় ২০ লক্ষ টাকা দেনা রয়েছে। এই দেনা কিভাবে পরিশোধ করবো মাথায় আসছে না।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর সদস্যরা। খানিক পানির সংকট থাকলেও পুকুর থেকে নেওয়া হয়। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর